জাতীয়রাজনীতি

মুক্তাগাছায় বিএনপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান – আলহাজ্ব জাকির হোসেন বাবলু

মুক্তাগাছায় বিএনপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মুক্তাগাছা প্রতিনিধি:

 

আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, বরং সামনে আরও কঠিন সময় আসছে। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরবর্তী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।” বলে মন্তব্য করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলু।

 

বৃহস্পতিবার জেলার মুক্তাগাছায় আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘোগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন  এসময় তিনি আরো বলেন  দেশের জনগণ পরিবর্তন চায়, তারা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার দেখতে চায়। এজন্য আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে।

ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, সমবায় দলের আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, ছাত্রদলের আহ্বায়ক আরিফসহ দলীয় নেতৃবৃন্দ।

পরে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে দেশে ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।

বিএনপির আয়োজিত এ ইফতার মাহফিলে নেতাকর্মীসহ সর্বস্তরের প্রায় চার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button