
মুক্তাগাছায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সম্পন্ন
ময়মনসিংহের মুক্তাগাছায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবের আগমন উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে সভা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদ ফরাজি।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, “খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে ছাত্র জনতা, যার অধিকাংশই ছাত্রদলের কর্মী। তবে কিছু গুপ্ত সংগঠন নিজেদের ছাত্রশিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদের থেকে সচেতন থাকার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নিয়ামুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব আমির ফয়সালসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।