
মুক্তাগাছায় ছাত্রদলের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, সাবেক–বর্তমান নেতাদের মিলনমেলা
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদ পরবর্তী পুনর্মিলনীতে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বয়সের বাধা উপেক্ষা করে সরকারি শহীদ স্মৃতি কলেজের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শত শত শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে।
শনিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় মুক্তাগাছা শহিদ স্মৃতি সরকারী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ অনবদ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, অলিউজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিদারুল ইসলাম দিদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রানা।
সরকারি শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেনের সভাপতিত্বে ও মো: মতিউর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর পরিচিতি পর্ব ও স্মৃতিচারণে সাবেক নেতারা তাদের রাজনৈতিক জীবনের নানা বাঁধা, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনে ছাত্রদলের সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা ছাত্রদলের অবদান অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকার কথাও জোর দিয়ে বলেন বক্তারা।
ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এ অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে স্মরণীয় এক বিকাল উপহার দেয়।