
ময়মনসিংহ সদর উপজেলায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী, ময়মনসিংহ :
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গড়বো এবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার সদর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান।
সম্মেলনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রানা। তিনি মাহে রমজানের তাৎপর্য ও রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং হেযবুত তওহীদের মূল উদ্দেশ্য তুলে ধরেন।
তিনি বলেন, হেযবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যার লক্ষ্য মানবজাতিকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করা এবং সৃষ্টিকর্তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, হেযবুত তওহীদ চায় মানবজাতি সত্য ও ন্যায়ের পথে চলুক এবং অন্যায় ও অবিচার থেকে মুক্তি পাক।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “মুসলমানদের উচিত সারা বছর পরিমিত খাবার খাওয়া এবং অপচয় না করা। রমজান হলো আত্মনিয়ন্ত্রণের মাস, যা একজন মানুষকে সংযম ও শৃঙ্খলা শেখায়। এটি শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং জাতীয় ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আল্লাহর হুকুম মানতে গিয়ে যে আত্মশুদ্ধি অর্জিত হয়, তা ব্যক্তি ও সমাজকে উন্নতির দিকে নিয়ে যায়।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, জেলা সাধারণ সম্পাদক মোফাক্কারুল সরকার, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা খানম বৃষ্টি, মহানগর হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনার পর দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।