রাজনীতিসারাদেশ

ময়মনসিংহে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড তাঁতি দলের সভাপতি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি টাউন হল চত্বরে সমবেত হয়।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড থন্ড মিছিল একত্রিত হয়ে একটি বিশাল র‌্যালি টাউন হল মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নগরের সকল ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ নজরুল ইসলাম বলেন, “তাঁতি দল সব সময় বিএনপির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী তাঁতি দল প্রতিষ্ঠা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button