মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কলেজ কমিটি গঠনের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ কলেজ ইউনিটসমূহের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি দুপুরে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু দাউদ রাইহান এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব।
এসময় মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন ও সদস্য সচিব আমির ফয়সাল সহ কলেজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় নেতারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।