আওমীলী লীগ নেতার দখলে বন্ধ রাস্তা, ক্ষতিগ্রস্ত কৃষক ও ভোগান্তিতে কম পক্ষে ২৫ পরিবার

প্রভাবশালী আওমীলী লীগ নেতার দখলে বন্ধ রাস্তা, ক্ষতিগ্রস্ত কৃষক ও ভোগান্তিতে কম পক্ষে ২৫ পরিবার
বিশেষ প্রতিবেদন :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকুন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক মোঃ নুরুল ইসলাম নূর, যার সবজি বাগানও নষ্ট করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যাতায়াতের পথটি বন্ধ করে রেখেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ–সভাপতি ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আমির হোসেন ও তার অনুসারীরা। এতে অন্তত ২৫টি পরিবার চলাচলে অসুবিধায় ভুগছে।
সম্প্রতি ১ মার্চ ২০২৫ তারিখে ওই রাস্তা আবারও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা। কৃষক নুরুল ইসলাম জানান, তিনি পাঁচ কাঠা জমিতে সবজির চারা রোপণ করেছিলেন, যা দুর্বৃত্তরা কেটে ফেলে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা জনগণের জন্যই রাস্তা দিয়েছিলাম, কিন্তু আজ আমার সবজি ক্ষেত নষ্ট করে দিলো!”
এবিষয়ে জানতে অভিযোক্ত মো আমির , বয়স ৪৫-৫০ পিতা : মো: জনু আলী যিনি ইউনিয়নের চরপাড়ার বাসীন্দা তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি ।
এ বিষয়ে ওয়ার্ডের সাবেক মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তিনি শুনেছেন।
মানকোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা জানান, তিনি ঘটনাটি শুনেছেন, সমাধানের চেষ্টা করবেন ।
ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত রাস্তাটি উন্মুক্ত করার দাবি জানিয়েছে, যাতে তারা আবারো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।