মুক্তাগাছায় নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

মুক্তাগাছায় নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে সোমবার সকাল ১২ টার দিকে কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনের প্রধান উদ্দেশ্য ছিলো দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করা।
মানববন্ধনে বক্তারা এই পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং বলেন যে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন তার বক্তব্যে ধর্ষণ ও নিপীড়নের মতো ভয়াবহ কর্মকান্ডের জন্য দ্রুত বিচার দাবি করেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “ধর্ষকের ঠাই বাংলার জমিনে নাই।”
মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ সরকার, রাশেদ মিয়া, সারোয়ার ইকরাম জিম, মাহিন, শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এ সময় পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সুলাইমান আহমেদ, জহিরুল ইসলাম, ইমরান হাসান সৌরভ এবং উপজেলা ছাত্রদল নেতা কবির হাসানসহ বেশ কিছু নেতাকর্মীও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা একত্রিত হয়ে নারীদের প্রতি সহিংসতা বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।