Uncategorized

মুক্তাগাছায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুক্তাগাছায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার স্টেডিয়াম রোড সংলগ্ন বিএনপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর নাহার লুৎফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি মহিলা দলের আজিজা রহমান মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুল এবং শহর মহিলা দলের সাবেক সহ-সভাপতি রাজিয়া সুলতানা, ময়মনসিংহ দক্ষিন মহিলা দলের সহ সম্পাদক আয়েশা পারভীন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দলের প্রতি অবদান রাখা ত্যাগী নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা অত্যাচার ও নির্যাতন সহ্য করেও দলের স্বার্থে কাজ করে গেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের ভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে মুক্তাগাছা ও আশেপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের অগ্রগতি কামনা করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button