রক্তে অর্জিত ভাষা বাংলার কারাভোগ

রক্তে অর্জিত ভাষা বাংলার কারাভোগ
কবি: আলাউদ্দিন সুজন
তারা বলে,
“বাংলা হোক অফিস পিয়নের ভাষা,
উচ্চপর্যায়ের কথা আর কাজ ইংরেজিতেই হোক,
প্রধানমন্ত্রীর ভাষণ হোক বিদেশি পরিভাষায়,
শিল্প সংস্কৃতি হোক বাংলা বিরোধী ভাষা
আগ্রাসন হীন বাংলা নাকি আধুনিক নয়!”
তুমি কি জানো বন্ধু
এই ‘আধুনিকতার’ নামে
তোমার সন্তানকে শেখানো হয়
তার মায়ের ভাষা নিচু
আর সাহেবি বুলি মানেই উঁচু!
তারা বলে
বাংলা নাটক পপুলার না,
বাংলা সংবাদপত্রে তথ্য নেই,
বাংলা কবিতা ঘুম পাড়ায়।
তারা নিজের দেশেই
নিজের ভাষার অপমান চালায়!
আসলে, তারা চায়…
বাঙালি বাংলা ভুলে যাক,
ভুলে যাক গুলির শব্দ,
ভুলে যাক বায়ান্নর ফালগুন,
ভুলে যাক ভাষা শহীদের রক্তের শপথ
ভুলে যাও সালাম-রফিকের
রক্তস্নাত আত্মদানে ইতিহাসের পথ!
তারা আরো চায়
তুমি ‘গ্লোবাল’, হও তাদের ‘রুটলেস’ নয়
তুমি নও বাংলার সন্তান,
তুমি হও বাজারের গ্রাহক।
তোমার পরিচয় মুছে দিয়ে
তারা বানাতে চায়-
একটি কনজিউমার জাতি,
যার নিজের ইতিহাস নেই, ভাষা নেই, মুখ নেই।
তবে শোন বাঙালি
এই মুহূর্তে চুপ থাকার কথা নয়
তবে কাল তোমার ভাষায় লেখা সংবিধান
প্রস্তুত হবে অন্য ভাষায় লিখতে,
আবারও বাদ্য করা হবে অন্য ভাষা শিক্ষতে!
এই ষড়যন্ত্র থামাও কথা বলো বাংলায়,
স্রষ্টার সাথে বাংলা বলো,
মহানবীর কথা বাংলায় বলো
প্রেম ভালোবাসা ন্যায়ের আদালতেও
বাংলায় কথা বলো, বাংলার কসম খাও।
প্রতিবাদ গড়তে হবে কবিতায়, পত্রে, রাজপথে।
বাংলা যেমন অস্ত্র তেমনি প্রেম আর প্রেরণা
বাংলায় বিন্দেশী ভাষা পতিতালয়ের ঘৃণা।
বি দ্র : আমার লেখা শব্দ গুলো কবিতা নাও হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সীমাবদ্ধ রাখার জন্যে ধন্যবাদ।